শরদ অরবিন্দ বোবদে : ভারতের পরবর্তী প্রধান বিচারপতি


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ২৯ অক্টোবর : দেশের মাননীয় রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে শ্রী শরদ অরবিন্দ বোবদে’কে নিযুক্ত করেছেন। বিচারপতি শ্রী বোবদে আগামী ১৮ই নভেম্বর ২০১৯ তাঁর নতুন পদের দায়িত্বভার গ্রহণ করবেন। শ্রী বোবদে ২০১৩ সালের ১২ই এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের বিচারপতিরূপে দায়িত্ব পালন করে এসেছেন। এর পূর্বে তিনি প্রায় ৬ মাস মধ্যপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবেও তিনি কাজ করেছেন।
বিচারপতি শ্রী বোবদে’র কর্মজীবন শুরু হয় মহারাষ্ট্রের নাগপুর জেলা আদালত এবং বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে আইনজীবীরূপে। বোম্বে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও তিনি নাগরিক, সাংবিধানিক, শ্রম, কোম্পানি, নির্বাচন এবং কর সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বিশেষ বিশেষ সময় সওয়াল-জবাব করেছেন। সাংবিধানিক, প্রশাসনিক, কোম্পানি, পরিবেশগত এবং নির্বাচন সংক্রান্ত আইনগুলি ক্ষেত্রে তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu