শ্রী রাধা কৃষ্ণ মাথুর, নূতন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের প্রথম লেঃ গভর্ণর




সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ৩১ অক্টোবর : পূর্বতন জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙ্গে নতুন গঠিত কেন্দ্রশাসিত অঞ্চল লাদাকের নতুন লেঃ গভর্ণর পদে আজ শপথ নিয়েছেন শ্রী রাধা কৃষ্ণ মাথুর৷ জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি গিতা মিত্তাল আজ অতি সাধারণ কিন্তু ঐতিহাসিক এই অনুষ্ঠানে লেঃ গভর্ণর পদে তাঁকে শপথ বাক্য পাঠ করান৷

শপথ গ্রহণের পর শ্রী মাথুর বলেন, সীমান্ত এলাকায় বহু উন্নয়নমূলক কাজকর্ম বাস্তবায়িত করতে হবে৷ ইতোমধ্যে ভারত সরকারও এই অঞ্চলের জন্য বিভিন্ন কর্মসূচী বাস্তবায়িত করে চলেছে৷ তিনি বলেন, নতুন ব্যবস্থায় পাহাড় পরিষদ ও সাধারণ মানুষের সাথে কথা বলে লাদাখের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে৷ ত্রিপুরার মত পিছিয়ে থাকা সীমান্তবর্তী রাজ্যের মুখ্যসচিবের দায়িত্বভার পালন করার অভিজ্ঞতা কিংবা প্রতিরক্ষা সচিবের দায়িত্বকালীন অভিজ্ঞতা এক্ষেত্রে কার্যকরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি৷

শপথগ্রহণের পর শ্রী মাথুরকে লাদাখ পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়৷ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লে ও কার্গিল হিল কাউন্সিলের সরকারি আধিকারিকরা, সেনা ও আধা সামরিক বাহিনীর আধিকারিক ও জওয়ান, বিভিন্ন ধর্মগুরু এবং লাদাখের সাধারণ মানুষ৷


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu