কাঠালতলী হয়ে প্রেমতলা পর্যন্ত বিকল্প জাতীয় সড়ক মরণ ফাঁদে পরিণত







সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি প্রতিনিধি, ১০ নভেম্বর: আসাম-ত্রিপুরা সীমান্তের বিকল্প ২০৮ নং জাতীয় সড়কটি দীর্ঘদিন থেকেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে ত্রিপুরা প্রবেশের বিকল্প জাতীয় সড়ক কাঠালতলী হয়ে প্রেমতলা পর্যন্ত ৩ কিমি বিকল্প জাতীয়টি মরণ ফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন লরি চালকরা।
            দুদিনের লাগাতর বর্ষণের ফলে রাস্তাটির যে করুণ দশা হয়েছে তাতে হতবাক  হওয়ার বিষয়! বিশেষ করে যাত্রীবাহী অটো এবং ছোট গাড়ি, গ্যাস ও সবজি বোঝাই লরিগুলি যেকোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে। এলাকার লোকজন বিষয়টি বারবার দপ্তরের নজরে আনলেও কোন হেলদোল নেই পূর্ত দপ্তরের। তাই দাবি উঠছে যে, অতিসত্বর যেন আসাম-ত্রিপুরা বিকল্প ২০৮ নং জাতীয় সড়কটির মেরামতের কাজ করা হয়। অন্যথায় লরিচালক এবং এলাকাবাসীরা মিলে রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে বাধ্য হবেন বলে জানান।
২০৮ নং বিকল্প জাতীয় সড়কের চরম দুর্দশা। যেকোনো মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ছবি : কিশোররঞ্জন হোর।
               প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত ছোট বড় গাড়ি চলাচল করছে বিপদের ঝুঁকি নিয়ে। রাস্তাটির এই করুণ দশার ফলে একদিকে যেমন লরি চালকরা হয়রানির শিকার অপরদিকে যাত্রী দুর্ভোগ চরমে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu