১০ দফা দাবিতে আশা কর্মীদের ডেপুটেশন ও র‍্যালি



সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ১১ নভেম্বর: ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা আশা কর্মচারী সংঘের উত্তর জেলা কমিটি'র উদ্যোগে নুন্যতম বেতন এবং সামাজিক সুরক্ষার দাবীতে শুক্রবার ধর্মনগরে হয়ে গেলো ধর্না মিছিল ও ডেপুটেশন। শুক্রবার আশা কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট ১০ দফা দবী আদায়ের লক্ষ্যে আশা কর্মচারী সংঘ ধর্মনগরে একটি বিশাল মিছিল সংঘটিত করে। এতে গোটা উত্তর ত্রিপুরা জেলা থেকে আশা কর্মীরা অংশ গ্রহণ করেন। ধর্মনগর পুরাতন মোটরস্ট্যান্ড-এর বিএমএস কার্য্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিসটিলাস্থিত জেলাশাসকের কার্য্যালয় প্রাঙ্গনে গিয়ে মিছিল শেষ হয়। তারপর উত্তর ত্রিপুরা জেলার উপ-সমাহর্তা শ্রী জয়ন্ত দে'র হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়, যা উনার মারফত দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নিকট পাঠানো হবে।
উপ-সমাহর্তা শ্রী জয়ন্ত দে আশা কর্মীদেরকে তাদের দাবির বিষয়ে আশ্বস্ত করেন। ডেপুটেশন শেষে ধর্মনগর কালী দীঘির পার সংলগ্ন নেতাজী মুর্তির পাশে আশা কর্মীরা তাদের দাবী আদায়ের লক্ষে ধর্নায় মিলিত হয়। এই দিনের গোটা কর্মসুচির নেতৃত্ব দেন বিএম এস'র জেলা সম্পাদক বিপ্লব দাস।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu