বিলোনিয়ায় জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির


সবুজ ত্রিপুরা, বিলোনিয়া প্রতিনিধি, ১২ নভেম্বর: গতকাল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার অন্তর্গত পূর্ব কলাবাড়িয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। কারণ, বর্তমানে বিভিন্ন মহকুমা হাসপাতালগুলোর মধ্যে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিচ্ছে। এই সমস্যা সমাধানের জন্যই উদ্যোগটি নয়া হয়েছে বলে জানান বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার শ্রী প্রবীর মজুমদার। এই মহৎ উদ্যোগে সাড়া দিয়ে মোট ২৩ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বিলোনিয়া হাসপাতাল থেকে মেডিকেল অফিসার ইনচার্জ ডঃ রাহুল রিয়াং-এর নেতৃত্বে চিকিৎসকদের একটি দল এসে এই রক্তগুলো সংগ্রহ করে নেন।

উল্লেখ্য, এ বছর জাতীয় সেবা প্রকল্পের সাতদিন ব্যাপী বিশেষ শিবিরের যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল এই রক্তদান শিবির। গত ৮ই নভেম্বর শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিলোনিয়ার মন্ডল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শ্রী গৌতম দত্ত গুপ্ত। সাত দিনব্যাপী এই শিবিরের বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে -  পলিব্যাগ বর্জন এর উপর নাটক, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সাফাই অভিযান, স্বাস্থ্যবিধি বিষয়ক প্রচার অভিযান, জল সংরক্ষণ উপর বিশেষ আলোচনা সভা, প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক মকড্রিল ইত্যাদি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu