অটল জলধারা যোজনায় উত্তর জেলায় পানীয় জল সংযোগ

সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১৮ অক্টোবর : উত্তর জেলার অন্তর্গত কদমতলা, কালাছড়া এবং যুবরাজনগর ব্লক এলাকায় ৫ হাজার ৫৫০টি পরিবারকে অটল জলধারা যোজনায় পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মহকুমার ৩টি ব্লকের ২ হাজার ৯৮৭টি পরিবারকে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে।
          পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের নির্বাহী বাস্তুকার শ্রী অনিমেষ দাস জানান যে, এই প্রকল্পে কদমতলা ব্লক এলাকায় ১,৬০০টি পরিবারকে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে, যার মধ্যে ৯৬২ টি পরিবার এখন পর্যন্ত এই সংযোগ পেয়েছেন। তাছাড়া, কালাছড়া ব্লক ব্লক এলাকায় ৩,১০০ টি পরিবারকে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে, যার মধ্যে ১,৩০৩ টি পরিবার এখন পর্যন্ত এই সংযোগ পেয়েছেন।
এছাড়াও, যুবরাজনগর ব্লকের অন্তর্গত ৮৫০টি পরিবারকে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, যার মধ্যে ৭২২ টি পরিবার এখন পর্যন্ত এই সংযোগ পেয়েছেন। আবার ধর্মনগর পুর পরিষদ এলাকায় ২৭৫টি পরিবারকে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu