সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি প্রতিনিধি,
২২ অক্টোবর : আজ থেকে দুই মাস পূর্বে উত্তর জেলার কালাছড়া ব্লকের
পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। সেই সময় ভোটাভোটির মাধ্যমে শ্রী
তম্বীসেনা সিন্হা পঞ্চায়েত সভাপতিরূপে এবং শ্রী প্রমোদ রঞ্জন নাথকে সহ-সভাপতিরূপে
নির্বাচিত করা হয়। কিন্তু এই নির্বাচন বিজেপি’র দলীয় সিদ্ধান্ত মেনে করা হয় নি।
![]() |
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি : কিশোররঞ্জন হোর। |
পরবর্তী সময়ে বিজেপি দলের পক্ষ থেকে উক্ত নির্বাচিত
সদস্যদের প্রতিনিধিত্ব খারিজ করা হয়। এরপর আলোচনার মধ্য দিয়ে সর্বসম্মতিতে শ্রীমতী
টিঙ্কু শর্মাকে সভাপতিরূপে এবং শ্রী প্রাণেশ রায়কে সহ-সভাপতিরূপে মনোনীত করা হয়।
আজ কালাছড়া ব্লক কার্য্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে
নবনিযুক্ত সভাপতি ও সহ-সভাপতিকে শপথ বাক্য পাঠ করান কালাছড়া ব্লকের পঞ্চায়েত কার্যকর্তা
শ্রী জয়ন্ত দত্ত। এ উপলক্ষ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু
সেন, কালাছড়া ব্লক উন্নয়ন আধিকারিক শ্রী তরুণ কান্তি সরকার, বিজেপির রাজ্য সম্পাদক
শ্রী যাদব লাল নাথ, উত্তর জেলা পরিষদের সহ-জেলাধিপতি শ্রী বিশ্বজিৎ ঘোষ, শ্রী রণজয়
দেব প্রমুখ।
0 মন্তব্যসমূহ