সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১৮ অক্টোবর
: ধলাই জেলার অন্তর্গত দূর্গাচৌমুহনী ব্লক
এলাকায় চলতি অর্থ বছরে বিভিন্ন কর্মসূচী রূপায়ণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা
(গ্রামীণ)-র আওতায় ব্লক এলাকার ২৭৩টি ঘর নির্মাণ করা হবে। ইতিমধ্য ৭০টি ঘর নির্মাণের
কাজ সম্পন্ন হয়েছে। রেগার আওতায় কুচাইনালা এলাকায় ১ কিমি এবং পশ্চিম লাম্বুতে ১.৫ কিমি
গ্রামীণ সড়ক নির্মিত হয়েছে। এই নির্মাণের ব্যয় ৪ লক্ষ ৯৫ হাজার ৫৪৬ টাকা।
এছাড়া তপশিলী জাতি কল্যাণ দপ্তরের বরাদ্দকৃত
অর্থে দূর্গাচৌমুহনী বাজারে নির্মিত হয়েছে ৫টি বেকার স্টল এবং ১টি কমিউনিটি টয়লেট।
এতে ব্যয় হয়েছে ১০ লক্ষ টাকা। তাছাড়াও, মায়াছড়ি পঞ্চায়েতের বিলাসছড়ার ন্তুনবাগান এলাকায়
পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য ১টি ছোট বোর টিউবওয়েলও খনন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে
২ লক্ষ ২৯ হাজার ৪৪৬ টাকা।
দূর্গাচৌমুহনী ব্লক কার্য্যালয় থেকে এই সংবাদ জানানো
হয়েছে।
0 মন্তব্যসমূহ