আমার যন্ত্রণা, আপনার যন্ত্রণা, মানুষের যন্ত্রণা সবকিছুই জ্ঞানের আলো দিয়ে দেখতে হবে। সেই জ্ঞান বিতরণ করবেন কারা? তাঁরা হলেন রাজনৈতিক নেতা বা মন্ত্রী। কারণ আপনার আমার দরজায় দরজায় ভোট ভিক্ষা করে ক্ষমতার মসনদে বসেছেন তাঁরা। আর সেই মসনদে বসার সাথে সাথেই ঈশ্বর উপর থেকে জ্ঞানের ভাণ্ডার তাঁদের মস্তিষ্কে ঢুকিয়ে দেন। আবোল-তাবোল যা কিছুই বলবেন সবটাই জনসাধারণের কাছে জ্ঞান। তাঁদের অমৃত বাক্যগুণে আগে জ্ঞান অর্জন করবেন, এরপর নিজেদের সমস্যার কথা ভাববেন। হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর গল্পটা অনেকেরই হয়তো বা জানা আছে। রাজা হবুচন্দ্র মন্ত্রী গবুচন্দ্রকে ডেকে বলে দিলেন আজ থেকে আইন জারী করে দাও এ রাজ্যে কেউ কাঁদতে পারবে না। হে ঈশ্বর, আমাদের অবস্থাটা তেমন যেন না হয়!
আরও পড়ুন : বামফ্রন্ট বনাম বিজেপি জোট সরকার
0 মন্তব্যসমূহ