উচ্চ আদালতের ঐতিহাসিক রায়!


গত ২৭ সেপ্টেম্বর ২০১৯, জনস্বার্থে দায়ের করা মামলায় ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি শ্রী সঞ্জয় কারোল বিচারপতি শ্রী অরিন্দম লোধকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এক ঐতিহাসিক রায় প্রদান করেন। উক্ত রায় অনুযায়ী ত্রিপুরা রাজ্যের সমস্ত দেবমন্দিরে পশু-পাখি বলি দেওয়া নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। আদিকাল থেকে চলে আসছে এ এক পৈশাচিক প্রথা, যার কোন ধর্মীয় ভিত্তি নেই। নিজের সংসার অথবা নিজের সন্তানের মঙ্গলের জন্য অন্যের সন্তানকে দেব-দেবীর কাছে বলি দিয়ে পুণ্য অর্জন করা - এটা কোন অবস্থাতেই ধর্ম হতে পারে না। আর মঙ্গলের প্রশ্ন তো দূর অস্ত। বহু মানুষ এই কুপ্রথার জন্য ধর্মীয় স্থানে যেতেও অনীহা প্রকাশ করেন। উচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে সমাজের মঙ্গলকামী বহু মানুষের মনের ভাষা প্রকাশ পেল। তাই এই রায়দানের জন্য মাননীয় ত্রিপুরা উচ্চ আদালতকে অসংখ্য ধন্যবাদ!


আরও পড়ুন : সবাইকে জ্ঞান দেওয়ার জায়গা রাজনৈতিক মঞ্চ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu