সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১১ সেপ্টেম্বর : রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী
বিপ্লব কুমার দেব ১১ই সেপ্টেম্বর বুধবার সকালবেলা খোয়াই
জেলার নবনির্মিত আদালত ভবনের উদ্বোধন করেন।
২০১৬ সালের নভেম্বরে এটির নির্মাণকাজ
শুরু হয়েছিল এবং আদালতের ভবনটি তৈরিতে ৮.২৫ কোটি টাকা ব্যয়
হয়েছে। তৎকালীন
বামফ্রন্ট সরকার খোয়াই জেলার সমস্ত আদালতকে একটি ছাদের নীচে আনার পরিকল্পনা করেছিল
এবং এই
লক্ষ্যেই তারা ভবনটির
নির্মাণকার্য্য আরম্ভ করে। খোয়াই জেলা ও
দায়রা আদালত, মুখ্য বিচারপতির (সিজেএম) আদালত,
মহকুমা
শাসক ও বিচারপতির (এসডিজেএম) আদালত
এবং পারিবারিক আদালত এখন থেকে নবনির্মিত আদালত ভবন থেকেই তাদের কাজকর্ম করবে।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিদের
মধ্যে ছিলেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি শ্রী সঞ্জয় কারোল, ত্রিপুরা হাইকোর্টের দুই বিচারপতি শ্রী শুভাশিস তলাপাত্র
এবং শ্রী অরিন্দম
লোধ।
0 মন্তব্যসমূহ