বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান


সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ০৯ আগস্ট :  রাজ্যের প্রাচীন মহাবিদ্যালয়গুলির মধ্যে একটি হলো দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়াস্থিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ। এই মহাবিদ্যালয়ে সম্প্রতি আয়োজিত হল “নবীনবরণ উৎসব
বিলোনিয়ার ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে নবীনবরণ উৎসবে রাজ্য শিল্পোন্নয়নের নিগম চেয়ারম্যান শ্রী টিংকু রায়। ছবি : বিশ্বজিৎ দাস।
আজ সোমবার বেলা ১১.০০ ঘটিকায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে “নবীনবরণ উৎসব”-এর আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে উপস্থিত ছিলেন  সস্ত্রীক রাজ্যের শিল্পোন্নয়নের নিগমের মাননীয় চেয়ারম্যান শ্রী টিংকু রায় মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিগণ যথা - বিলোনিয়া পুরো পরিষদের মাননীয়া চেয়ারম্যান শ্রীমতী শুক্লা দেব সরকার, মহাবিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মাননীয় শ্রী জয়ন্ত রায় বর্মন, ছাত্র সংসদের প্রাক্তন সাধারন সম্পাদক শ্রী গৌতম সরকার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ভারতচন্দ্র নগর ও ঋষ্যমুখ ব্লকের চেয়ারম্যানদ্বয় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাঁদেরকে সম্মান জানিয়ে বরণ করেন।
এরপর প্রদীপ প্রজ্জ্বলন করে শ্রী টিংকু রায় এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর মহাবিদ্যালয়ের নূতন ছাত্রছাত্রীদেরকে বরণ করা হয়। এ উপলক্ষ্যে শ্রী রায় উপস্থিত ছাত্রছাত্রী এবং অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকাদের প্রতি বক্তব্যও রাখেন। এভাবেই সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে “নবীনবরণ উৎসব সমাপ্ত হয়




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu