উত্তর জেলার ব্রজেন্দ্রনগরে শিল্পোন্নয়ন নিগমের সভাপতি শ্রী টিংকু রায়-এর নেতৃত্বে আয়োজিত বিজয় মিছিল


সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি প্রতিনিধি, ৫ জুন: গোটা দেশের সাথে রাজ্যের দুটি আসনেও বিজেপি প্রার্থীর বিপুল ভোটে জয়লাভ হয়েছেনরাজ্যের ২-পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী রেবতী কুমার ত্রিপুরা বিপুল ভোটে জয়লাভের পরিপ্রেক্ষিতে আজ উত্তর জেলার কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের ব্রজেন্দ্রনগর এলাকায় এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয় আজকের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য শিল্পোন্নয়ন নিগমের সভাপতি শ্রী টিংকু রায় মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন কদমতলা মন্ডল সভাপতি শ্রী বিদ্যাভূষণ দাস, উত্তর জেলার কিষান মোর্চার সহ-সভাপতি শ্রী সুব্রত দেব সহ ব্রজেন্দ্রনগর এলাকার অসংখ্য বিজেপি কর্মী সমর্থক প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে গোটা ব্রজেন্দ্রনগর এলাকার পথ পরিক্রমা করে আজকের বিজয় মিছিল অনুষ্ঠিত হয় গেরুয়া আবির, ব্যান্ডপার্টি ও নানান ধরনের সংগীতের মধ্য দিয়ে দলীয় কর্মী সর্মথকরা বিজয় উল্লাসে মেতে উঠেন
শ্রী টিংকু রায় মহোদয় দ্বারা ব্রজেন্দ্রনগরে ১০০ জন স্বেচ্ছায় বিজেপিতে আসা ভোটারদেরকে বরণ।
বিজয় মিছিলের পর রাজ্য শ্রী রায় আজ ব্রজেন্দ্রনগর এলাকায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ করেনতারপর সরলা গ্রাম পঞ্চায়েতের ১০০ জন ভোটার স্বেচ্ছায় সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন ওই ১০০ জন ভোটারকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন টিংকু রায় মহোদয় এদিকে সংবাদকর্মীদের সামনে শ্রী রায় বলেন, গোটা ভারতবর্ষ সহ রাজ্যের মানুষ বিজেপি দলকে পুনরায় প্রতিষ্ঠা করেছেনকেন্দ্রে রাজ্যে উভয় জায়গায় বিজেপি সরকার বসেছে এবং আগামী পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবেকারণ যে সরকার কেন্দ্রে ও রাজ্যে পরিচালনা করে, সেই সরকার যদি পঞ্চায়েত স্তরে থাকে তাহলে জনগণের  সুবিধাপাশাপাশি টিংকু রায় মহোদয় আরো বলেন, আজ পবিত্র ঈদের দিনে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তিপ্রদানের ঘোষণা দিয়েছেন তাই বিজেপি দল সবকা সাথ সবকা বিকাশ” মন্ত্রে বিশ্বাসী
অপরদিকে উল্লেখযোগ্য যে, ২০১৮ বিধানসভা নির্বাচনের সময় ৫৪-কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের ব্রজেন্দ্রনগর এলাকা থেকে ভারতীয় জনতা পার্টিতে সবচেয়ে কম ভোট এসেছিলোকিন্তু ২০১৯ এর লোকসভা নির্বাচনে একই এলাকা থেকে সবথেকে বেশি ভোট ভারতীয় জনতা পার্টিতে এসেছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu