সবকা সাথ সবকা বিকাশ

সবুজ ত্রিপুরা, ৫ জুন : জাতিভেদ, বর্ণভেদ, আঞ্চলিকতা ও অস্পৃশ্যতা ভারতবাসীর উন্নয়নের প্রধান অন্তরায়। এই ভাবনা থেকে দেশের মানুষকে মুক্ত করতে না পারলে দেশ কখনও এগোতে পারে না। অতীব দুঃখের সাথে বলতে হয় ভারতের আঞ্চলিক রাজনৈতিক দলগুলো এই ভাবধারাকে ভোটের বাক্সে প্রতিফলিত করার জন্য স্বাধীনতার পর থেকেই এর ফায়দা তোলার চেষ্টা করে আসছে। তাই এখনও ভারতের বহু অঙ্গরাজ্যের মানুষ নিজেদেরকে বুক ফুলিয়ে ভারতবাসী বলতে দ্বিধাবোধ করে। এর মূল কারণ নিহিত রয়েছে ভারতের অঙ্গরাজ্যগুলোর মধ্যে অসম বিকাশ। ভারতের তদানীন্তন শাসক দলগুলোও এর জন্য কম দায়ী নয়। মোদী সরকারের বিগত পাঁচ বছরের শাসনকাল এই দূরত্ব ঘোচাতে অনেকটাই সচেষ্ট। তাই “সবকা সাথ সবকা বিকাশ” সঠিক অর্থে যথার্থ হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu