সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি প্রতিনিধি,
৯ জুন : রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত
নির্বাচন আসন্ন। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই
দলের কর্মসূচী শুরু করে দিয়েছে
শাসক দল বিজেপি।
পাবিয়াছড়ার মানসী মিলনায়তনে বিজেপি দলের এক-দিবসীয় সাংগঠনিক সভা
ছবি : কিশোররঞ্জন
হোর
|
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন
জেলার পাশাপাশি উনকোটি জেলাতেও দলের তরফে চলছে জোর প্রস্তুতি। রবিবার জেলার কুমারঘাট মহকুমার পাবিয়াছড়া মণ্ডলের উদ্যোগে
স্থানীয় মানসী মিলনায়তনে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক-দিবসীয় সাংগঠনিক সভা।
উক্ত সভায় উপস্থিত ছিলেন পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক তথা
বিজেপি উনকোটি জেলা সভাপতি শ্রী ভগবান দাস, পাবিয়াছড়া মণ্ডল সভাপতি শ্রী কার্ত্তিক দাস, যুব মোর্চার উনকোটি জেলা সভাপতি শ্রী দ্বীপঙ্কর গোস্বামী সহ আরও অনেকে।
0 মন্তব্যসমূহ