৫৪-কুর্তি-কদমতলা বিধানসভা কেন্দ্রে ওবিসি মোর্চার পক্ষ থেকে শ্রী রেবতী কুমার ত্রিপুরাকে সংবর্ধনা জ্ঞাপন



সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি প্রতিনিধি, ৮ জুন : সাধারণ গরিব ঘরের ছেলে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জয়ী সাংসদ শ্রী রেবতী কুমার ত্রিপুরা সংবাদমাধ্যমকে এক প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, তিনি ত্রিপুরা সহ গোটা উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে এ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো সংসদে তিনি তুলে ধরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশ’-এর লক্ষই হল তা। পূর্বে ত্রিপুরা রাজ্য থেকে যখন সিপিআইএম-এর দুজন প্রার্থী সাংসদ নির্বাচিত হয়েছিলেন, তখন প্রধানমন্ত্রী ঢালাও হারে ত্রিপুরার উন্নয়নের জন্য অর্থ প্রদান করেছিলেন। এবারের সংসদীয় নির্বাচনে নির্বাচীত প্রতিনিধিদ্বয় হলেন বিজেপি দলের
আজ উত্তর জেলার ৫৪-কুর্তি-কদমতলা বিধানসভা কেন্দ্রের কদমতলা পঞ্চায়েত সমিতির হলে ওবিসি মোর্চার উদ্যোগে এক সংবর্ধনা সভায় উপস্থিত হয় সাংবাদিকদের এ কথা বলেন পূর্ব ত্রিপুরা ২ নং আসনের সাংসদ রেবতী কুমার ত্রিপুরা তিনি আরো বলেন, বাম সাংসদরা ভোটের সময় মানুষের কাছে আসতেন, কিন্তু ভোটের পরে তাদের আর দেখা যেত না এবার যেহেতু মানুষ ভারতীয় জনতা পার্টির উপর বিশ্বাস রেখে তাদেরকে জয়যুক্ত করেছেন সুতরাং তাঁরা সদা সর্বদা মানুষের পাশে থাকবেন ওবিসি মোর্চার আজকের এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য ওবিসি মোর্চার সভাপতি শ্রী তাপস মজুমদার, বিজেপি উত্তর জেলার সভাপতি শ্রী ভবতোষ দাস সহ অন্যান্য নেতৃত্ববর্গ উক্ত সভায় বিজয়ী সাংসদসহ অন্যান্য উপস্থিত অতিথিদেরও সংবর্ধনা প্রদান করা হয় এই সংবর্ধনা সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu