নেহেরু যুব কেন্দ্র সংস্থান : রাজ্যের ও জেলার শ্রেষ্ঠ যুব ক্লাবগুলিকে শংসাপত্রদান


সবুজ ত্রিপুরা, বিশেষ প্রতিনিধি, ২২ জুন : ২১শে জুন ২০১৯ ইং শুক্রবার ৫ম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নেহরু যুব কেন্দ্র উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে এবং আদর্শ সংঘ এর ব্যবস্থাপনায় বিবেকানন্দ স্বার্ধশতবাষিকী ভবনে জেলা যুব সম্মেলনের আয়োজন করা হয় এবং রাজ্যের জেলার শ্রেষ্ঠ যুব ক্লাবগুলিকে শংসাপত্র প্রদান করা হয়
মাননীয় উপাধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন উদ্বোধনী ভাষণ রাখছেন (বাঁয়ে)। শ্রেষ্ঠ যুব ক্লাবগুলিকে শংসাপত্র প্রদান (ডানে)
উক্ত কনভেনশনে উদ্বোধক হিসেবে ছিলেন ত্রিপুরা রাজ্য বিধানসভার সম্মানিত উপাধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয় এই যুব সম্মেলনের  সভাপতিত্বে ছিলেন স্থানীয় আদর্শ সংঘের সভানেত্রী শ্রীমতি নিয়তি দাস, এছাড়াও উত্তর ত্রিপুরা জেলার মাননীয় পুলিশ অধীক্ষক শ্রী ভানুপদ চক্রবর্তী  মহোদয়, উত্তর জেলা নেহেরু যুব কেন্দ্র সংস্থানের মাননীয়া জেলা যুব সংযোজিকা শ্রীমতি জবা চক্রবর্তী মহোদয়া, ধর্মনগর পুরপরিষদের সদস্যা শ্রীমতি নবনীতা আচার্য্য, জাতীয় সেবা প্রকল্পের কার্য্যক্রম কর্মকর্তা মাননীয় অধ্যাপক শ্রী চন্দনময় পাল উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আদর্শ সংঘের সম্পাদক শ্রী শ্যাম শঙ্কর দেব
উত্তর ত্রিপুরা জেলা নেহরু যুব কেন্দ্র-এর অন্তর্ভুক্ত প্রতিটি ব্লকের যুব ক্লাব থেকে সদস্য সদস্যাগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনভেনশনে সংস্থাগুলির বিভিন্ন বার্ষিক কাজকর্ম, স্বচ্ছ ভারত সামার ইন্টার্নশিপ এবং এইচআইভি এইডস এবং যোগ নিয়ে আলোচনা করা হয় এদিন যুব ক্লাবগুলিকে ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয় যোগগুরু সম্মান প্রদান করা হয় শ্রী সুদীপ চৌধুরী মহোদয়কে

অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শ্রীমতি শর্মিষ্ঠা ভট্টাচার্য


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu