উন্নয়নের অন্তরায় ঘন ঘন নির্বাচন!


ঘন ঘন নির্বাচন রাজ্যের উন্নয়নের পথে এক বিরাট অন্তরায়। কারণ, নির্বাচন ঘোষণার সাথে সাথে উন্নয়নের জন্য সিদ্ধান্ত নেয়ার কাজ বন্ধ হয়ে যায়। যেমন, লোকসভা নির্বাচনের সময় প্রায় তিনমাস সমস্ত উন্নয়নের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। মানুষের ভোগান্তি বর্তমানে বেড়েই চলছে, আর নির্বাচন ঘোষণা হলে তো একেবারে কেল্লাফতে। সামনেই আবার পঞ্চায়েত নির্বাচন। সেই ভোগান্তি! একদিকে অর্থের আদ্যশ্রাদ্ধ, অপরদিকে মানুষের যন্ত্রণা। বারো মাসে তেরো নির্বাচন এগুলো বন্ধ হওয়া দরকার। এটা এক ধরনের রাজনৈতিক ছলনা। মানুষের মনকে ঘুরিয়ে দেয়ার জন্য নির্বাচনমুখী করে রাখা। এই খেলা বন্ধ হওয়া প্রয়োজন। সরকার শুধু নামেই হলে চলবে না। সরকারের কাজকর্মে দ্বারা মানুষকে আকৃষ্ট করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu