সরকারী প্রতিষ্ঠান গণতন্ত্রের প্রয়োগশালা...


সবুজ ত্রিপুরা, ১১ জুন : দলপ্রতিনিধিরা নির্বাচনে লড়াই করেন দলীয় প্রতীক নিয়ে। কিন্তু রাষ্ট্রে নির্বাচিত হওয়ার পর তিনি হয়ে যান জনপ্রতিনিধি। অর্থাৎ সর্বসাধারণের প্রতিনিধি। এটাই ভারত নামক রাষ্ট্রের সাংবিধানিক চরিত্র। যে কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হয়ে ওঠে গণতন্ত্রের প্রয়োগশালা। কিন্তু আমাদের দেশের জনপ্রতিনিধিরা রাষ্ট্রের যে সাংবিধানিক চরিত্র আছে, তার সাথে কতটুকু নিজেকে মানিয়ে নিয়ে গণতান্ত্রিক হয়ে উঠতে পেরেছেন এটা অবশ্যই প্রশ্নাতীত। কারণ, নির্বাচিত জনপ্রতিনিধিদের আচার-আচরণ কিংবা পোশাক পরিচ্ছদে যখন আমরা দলীয় ছাপ দেখতে পাই তখন মনে হয় গণতন্ত্রের প্রয়োগশালায় এখনও তিনি দলপ্রতিনিধি রয়ে গেছেন। যদিও এটা ভাবনা চিন্তার এক উন্নত রাজনৈতিক পরিচয়। তাই জনপ্রতিনিধিদের শপথ নেয়ার প্রতিটি শব্দ মনে রাখতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu