“মানসিক প্রতিবন্ধীদের জন্য ধর্মনগরে হবে নতুন স্কুল” : বিশ্ববন্ধু সেন


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ৩০ মে : মানসিকভাবে প্রতিবন্ধীদের জন্য উত্তর জেলার ধর্মনগরে একটা বিদ্যালয় আরম্ভ করার মহতী উদ্যোগ নিয়েছেন রাজ্য বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু দেন মহাশয়এই বিদ্যালয়টি হবে শুধুমাত্র মানসিক প্রতিবন্ধীদের জন্য। আগামী লা জুন, ২০১৯ এই বিদ্যালয় চালু হবে। তারই প্রস্তুতি রূপে এক আলোচনা সভার আয়োজন করা হল ধর্মনগরের বিবিআই স্কুলে। মাননীয় উপাধক্ষ্য মহোদয় নিজের মনের ভাব ব্যক্ত করে জানান, তিনি যেকাজ করার জন্য উদ্যোগ নিয়েছেন সেটা ফলপ্রসূ হচ্ছে দেখে তিনি অত্যন্ত আনন্দিত ও তাঁর হৃদয় কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে পরিতৃপ্তিতে।
উল্লেখ্য, মানসিক প্রতিবন্ধীদের জন্য একটা স্কুল কিংবা প্রশিক্ষণ কেন্দ্র ত্রিপুরাতে ধর্মনগরে এই প্রথম। শ্রী সেন বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এই বিদ্যালয় চালু করার ব্যাপারে তাঁকে অনেক সহায়তা করেছেন। এছাড়াও এই মহতী কাজে সহায়তার জন্য এগিয়ে এসে হাত বাড়িয়েছেন শিক্ষা দপ্তরের কিছু উচ্চ আধিকারিকগণ 


 তিনি আরও বলেন যে, ধর্মনগরের কয়েকজন মানসিক প্রতিবন্ধী পুত্র-কন্যাদের পিতা-মাতারা উনাকে এই উদ্যোগ নিতে সাহায্য করেছেন। সেজন্য তিনি সবাইকে তাঁর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu