আগরতলা রেল স্টেশনে আটক অস্ত্র : ধৃত ১ নারী সহ ৩ ব্যক্তি


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ২৯ মে : আগরতলা রেলওয়ে স্টেশনে গতকাল রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ১ জন উপজাতি নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এদের কাছ থেকে পাঁচটি কারখানা নির্মিত পিস্তল ও কিছু গোলাবারুদ পাওয়া গেছে। রেলওয়ে সুরক্ষা বাহিনী সহকারী কমান্ড্যান্ট অভেয় কুমার সিং জানান, "নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, আরপিএফ কর্মীরা আগরতলা থেকে চলা দেওঘর এক্সপ্রেস থেকে পাঁচটি পিস্তল, ছয়টি লোডেড ম্যাগাজিন, কিছু ভারতীয় টাকা, দুটি মোবাইল সেট এবং এটিএম কার্ড সহ শৈল রানী চাকমা নামে এক উপজাতি মহিলাকে গ্রেফতার করে"





তিনি বলেন, আসামের লামডিং থেকে ট্রেনের মধ্যে লুকিয়ে সফররত এই আদিবাসী মহিলারা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যাচ্ছিলেন এবং আগরতলা রেলওয়ে স্টেশনে সম্ভবত দুটি উপজাতীয় যুবককে সেগুলো হস্তান্তরের চেষ্টায় ছিলেন।
উদ্ধার করা পিস্তলগুলোর মধ্যে দুটি ইতালিতে এবং অন্য তিনটি মায়ানমারে তৈরি করা

ধৃত অন্য দুই যুবকের নাম - লরেন্স দেববর্মা এবং বিনোদ দেববর্মাএই তিনজনকে সরকারী রেলওয়ে পুলিশকে (জিআরপি) হস্তান্তর করা হয়েছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu