নোত্র দামের পুনর্নির্মাণে সহায়তায় এগিয়ে এল বিখ্যাত ডিজনি সংস্থা

সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১৯ এপ্রিল : প্যারিসের ঐতিহ্যবাহী ৮৫০ বছর পুরানো বিখ্যাত নোত্র দাম গীর্জা সাম্প্রতিককালে এক ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়। গত ১৫ই এপ্রিল স্থানীয় সময় ৬.২০ মিনিট নাগাদ হঠাৎ এর চূড়ায় আগুন লেগে যায় এবং সেই লেলিহান শিখায় তা ভস্মীভূত হয়। পরে অগ্নিনির্বাপক কর্মীদের অশেষ প্রচেষ্টায় অগুণ নিয়ন্ত্রণে আসে।
নোত্র দাম ক্যাথিড্রালের লেলিহান শিখা নেভাতে দমকল বাহিনীর প্রধান কাজে লাগিয়েছিলেন ট্যাঙ্কের মতো ১১০০ পাউন্ড ওজনের রোবট ‘কোলোসাস’কে ক্যাথিড্রালের যে সব জায়গা গত সোমবার ওই সময়ে ভয়াল আগুনের গ্রাসে, যে সব জায়গায় মানুষের সাধ্য ছিল না ঢোকার, সেই সব জায়গায় এগিয়ে দেওয়া হয়েছে কোলোসাসকেই মোটর নিয়ন্ত্রিত জলকামান (যেটি প্রতি মিনিটে ৬৬০ গ্যালন জল ছোড়ার ক্ষমতা রাখে) ব্যবহার করে কোলোসাস প্রাচীন ক্যাথিড্রালের পাথরের দেওয়াল বাঁচাতে এগিয়েছিল


চার্চটির শতাব্দী প্রাচীন কারুকার্য্য ও ভেতরের বহুমূল্য ও দুষ্প্রাপ্য জিনিসের মধ্যে প্রায় অনেক কিছুই আগুনের গ্রাস থেকে রক্ষা পেয়েছে। বিশ্বের সকল প্রান্তের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ববৃন্দ এই ঘটনায় তাদের শোক ব্যক্ত করেছেন। উল্লেখ্য, এই গীর্জাটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমাপ্রাপ্ত।

এই ঐতিহ্যমন্ডিত সনাটির পুনর্নির্মাণের জন্য ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন আন্তর্জাতিক তহবিল গঠনের ঘোষণা করেছেন। তিনি বলেন গীর্জার মূল স্থাপত্যকে মাথায় রেখে একইভাবে পুনর্নির্মাণ করা হবে। এই উদ্দেশ্যা এগিয়ে এসে বিখ্যাত ডিজনি সংস্থা, যাদের এই নোত্র দাম ক্যাথিড্রালের সাথে যোগসূত্র রয়েছে ১৮৩১ সালে প্রকাশিত ভিক্টর হুগোর উপন্যাস দ্য হাঞ্চব্যাক অব নোত্র দাম-এর অ্যানিমেশন ছবিটি ১৯৯৬ সালে তৈরী করে ডিজনি সংস্থার সিইও রবার্ট অ্যালেন আইগার বলেছেন, ‘‘প্যারিসের কেন্দ্রস্থলে নোত্র দাম আশার আলো জাগায় এবং শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্থাপত্যটি সে দেশের জনগণের আত্মার সমান হয়ে দাঁড়িয়েছে, যা সবার মনে শ্রদ্ধা ও অনুপ্রেরণা জাগায়। এই মহান শিল্পকলার সংস্কারে আমাদের সংস্থা অবশ্যই পাশে থাকবে’’ এই অনুদান পৌঁছেছে ৯০ কোটি ডলারে 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu