নির্বাচনের তারিখ পরিবর্তিত, উত্তর জেলায় সুনীল দেওধরের আরও জোরদার প্রচার অভিযান

সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১৮ এপ্রিল : পূর্ব ত্রিপুরা ২ নং আসনে ভোটের তারিখ পরিবর্তন হওয়াতে উত্তর জেলার ৫৪-কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রে পুনরায় শাসক দল জোর প্রচার কার্য্য চালাচ্ছে। নির্বাচনের তারিখ পরিবর্তিত হওয়ায় বিজেপি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ত্রিপুরা রাজ্যের প্রভারি শ্রী সুনীল দেওধর অন্ধ্রপ্রদেশে দলের কার্য্যক্রম সম্পন্ন করেই ছুটে আসেন ত্রিপুরায় এবং আজ থেকে পুনরায় উত্তর জেলার ৫৪-কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার প্রচার অভিযানের জন্য ঝাঁপিয়ে পড়েন। বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে দলীয় কার্যকর্তাদের নিয়ে নির্বাচনী সাংগঠনিক সভা করছেন প্রথমেই চুড়াইবাড়ি কমিউনিটি হল তারপর কদমতলা টাউন হল, পিয়ারিছড়া বাজার, ব্রজেন্দ্রনগর, সরলা ইত্যাদি এলাকা দলীয় কার্যকর্তাদের নিয়ে নির্বাচনী সাংগঠনিক সভা করেন রাজ্য প্রভারির সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য যুব মোর্চার সভাপতি শ্রী টিংকু রায়, কদমতলা মন্ডল সভাপতি শ্রী বিদ্যাভূষণ দাস, মন্ডল প্রভারি শ্রী পীযূষ কান্তি নাথ, উত্তর জেলার কিষান মোর্চার সহ-সভাপতি শ্রী সুব্রত দেব প্রমুখ

আজকের নির্বাচনী সাংগঠনিক সভায় প্রধান বক্তা সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের বিজেপি দলের প্রভারি শ্রী সুনীল দেওধর দলীয় কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বিভিন্ন আলোচনা করেন শ্রী দেওধর সংবাদকর্মীদের সামনে জানান, ৫৪-কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের কার্যকর্তাদের নিয়ে নানা সাংগঠনিক বার্তালাপ এর জন্য উনি এসেছেন তাছাড়া কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের সাধারণ জনগণ যেন শোষণকারী সিপিআই(এম) দলকে এবং জাতি-উপজাতি নিয়ে দাঙ্গা সৃষ্টিকারী কংগ্রেস দলকে একটি ভোটও না দেন, পরিবর্তে বিপুল ভোট দিয়ে পূর্ব ত্রিপুরা নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী রেবতী কুমার ত্রিপুরাকে যেন জয়যুক্ত করেন। তাছাড়া শ্রী দেওধর আরো বলেন, দীর্ঘ ২৫ বছর সিপিআই(এম) দল রাজ্যকে ও রাজ্যের জনগণকে শোষণ করেছিল তাই সিপিআই(এম) দল এরাজ্যে মাথা ঝাড়া দিয়ে দাঁড়াতে পারবে না

অপরদিকে সুনীল দেওধর আরো বলেন, কংগ্রেস দলের প্রদেশ সভাপতি জাতি-উপজাতির মধ্যে দাঙ্গা সৃষ্টি করছেন রাজনীতির কারণে উনি পাপ করছেন যা কোনদিন উনার পূর্বপুরুষ কেউ করেনি কংগ্রেস দলকে বিশ্বাসঘাতকের দল বলেও আখ্যায়িত করেন শ্রী দেওধর উনি বলেন, এই লোকসভা নির্বাচন দেশের জন্য নির্বাচন, প্রধানমন্ত্রী নির্ণয়ের নির্বাচন, আর পুনরায় নরেন্দ্র মোদিকেই প্রধানমন্ত্রী রূপে তৈরি করবেন দেশবাসী অপরদিকে পিয়ারিছড়া বাজার সভায় উপজাতি সম্প্রদায়ের ২০ জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে স্বেচ্ছায় বিজেপি দলে সামিল হনউনাদেরকে দলে বরণ করে নেন রাজ্য শ্রী সুনীল দেওধর এবং যুব মোর্চার রাজ্য সভাপতি শ্রী টিংকু রায় মহোদয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu