Ad Code

Responsive Advertisement

সারা দেশ জুড়ে বিভিন্ন উৎসবের প্রাক্কালে মাননীয় রাষ্ট্রপতির দেশবাসীর প্রতি শুভেচ্ছাবার্তা

সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ০৫ এপ্রিল : ভারতের রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ চৈত্র শুক্লাদি, উগাদি, গুড়ি পারওয়া, চেতি চাঁদ, নভরে এবং সাজিবু চেইরাওবা’র প্রাক্কালে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় মাননীয় রাষ্ট্রপতি বলেছেন, ''পবিত্র চৈত্র শুক্লাদি, উগাদি, গুড়ি পারওয়া, চেতি চাঁদ, নভরে এবং সাজিবু চেইরাওবা উপলক্ষে আমি সহ-নাগরিকদের সকলের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ঐতিহ্যগতভাবে এই উৎসবগুলিকে নববর্ষ ও গ্রীষ্ম ঋতুর সূচনা হিসাবে ধরা হয়। এই সব উৎসবের মধ্যে সমৃদ্ধি এবং কল্যাণের মূল্যবোধ প্রতিফলিত হয়। এই সব উৎসবের আনন্দের মূল সুরটি যেন প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে স্থান গ্রহণ করে।

 এই উৎসব যেন মানুষের মধ্যে ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করে এবং সমাজের মধ্যে সহমর্মিতা এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বকে সুদৃঢ় করে।''

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য

Close Menu