উত্তর জেলার কদমতলায় বিজয় সংকল্প জনসভায় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব


সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি প্রতিনিধি, ০৬ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর জেলার কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এক প্রকাশ‍্য নির্বাচনী বিজয় সংকল্প জনসভা আজ দুপুর ১.০০ টা নাগাদ উক্ত সভাটি ২নং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার সমর্থনে অনুষ্ঠিত হয়আজকের এই সুবিশাল জনসভার প্রধান বক্তা ছিলেন রাজ‍্যের মাননীয় মুখ‍্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়তিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে দেশের আইকন বলে উল্লেখ করেন এবং পুনরায় প্রধানমন্ত্রীত্বের আসনে বসানোর জন্য রাজ‍্যের দুটি আসনে বিপুল ভোটের ব‍্যবধানে বিজেপি দলকে জয়ের উপহার দিতে কদমতলাবাসীর নিকট অনুরোধ রাখেন।

মাননীয় মুখ্যমন্ত্রী ৫৪নং কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে বলেন যে, বিগত বিধানসভা নির্বাচনে শ্রী টিংকু রায়কে ভোট না দিয়ে যে ঐতিহাসিক ভুল করা হয়েছিলো তার যেন পুনরাবৃত্তি না ঘটে। তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর কোনো সংখ‍্যালঘু মুসলমানদের মানুষের উপর আঘাত হয়নি তিনি রাজ‍্য থেকে কেন্দ্র সকল কংগ্ৰেসী নেতাদের আক্রমণ করে বলেন, এই দলটা পরিবার তন্ত্রে পরিত হয়েছে ,তাছাড়া অন‍্যান‍্য সবকটি আঞ্চলিক দলেরও একই অবস্থাসেই জায়গায় একমাত্র বিকল্প বিজেপি, যারা দলতন্ত্রে বিশ্বাসী নয়
আজকের এই নির্বাচনী সভায় অন‍্যান বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ‍্য সভাপতি শ্রী টিংকু রায়, রাজ্য বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন, জেলা সভাপতি শ্রী ভবতোষ দাস, সম্পাদক ও মন্ডলের নেতৃবৃন্দ। আজকের এই নির্বাচনী জনসভায় হাজার হাজার দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu