সবুজ ত্রিপুরায় প্রকাশিত খবরের প্রভাব, ধর্মনগর কেন্দ্রীয় বিদ্যালয় ১লা এপ্রিল, ২০১৯ থেকেই।



সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ০২ মার্চ: গত ৩১শে জানুয়ারির সবুজ ত্রিপুরায় প্রকাশিত হয়, ধর্মনগরে কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য পদ্মপুরস্থিত  অস্থায়ী বিদ্যালয় ভবন নির্মাণ ও বিদ্যালয় শুরু করার পরিকাঠামোগত অবস্থা না থাকার জন্য কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন এই শিক্ষাবর্ষে অনিশ্চিত হয়ে পড়েছে। এই খবর মুখ্যমন্ত্রীর কার্য্যালয়ে গিয়ে পৌঁছলে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে নড়েচড়ে বসে প্রশাসন। সাথে সাথেই পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার ছুটে আসেন ধর্মনগরে।

সেই সাথে উত্তর ত্রিপুরা জেলাশাসক প্রশাসনিক উদ্যোগ নেন ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের নিয়মানুসারে বিদ্যালয় শুরু করার প্রাথমিক ব্যবস্থা করে দিতে। সূত্রের খবর অনুসারে, সকল ব্যবস্থাপনা আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে এবং ১লা এপ্রিল, ২০১৯ নতুন শিক্ষাবর্ষ থেকে ধর্মনগরে কেন্দ্রীয় বিদ্যালয় চালু হবে। এখানে উল্লেখ্য যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কয়েক মাস পূর্বেই ধর্মনগরে বিদ্যালয় চালু করার সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছিলো। শুধুমাত্র প্রশাসনিক গাফিলতির জন্য এটি অনিশ্চিত হয়ে পড়েছিলো।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu