HeadLogo

উত্তর জেলার ব্রজেন্দ্রনগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড : ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকার সম্পত্তির

সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি প্রতিনিধি, ২ মার্চ :- উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার থানাধীন ব্রজেন্দ্রনগর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বেলা আনুমানিক দুই ঘটিকা নাগাদ হঠাৎ আগুন লাগে। সাথে সাথে খবর দেওয়া হয় কদমতলা থানার পুলিশ ও প্রেমতলা ফায়ার সার্ভিসকে। প্রেমতলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যেতে সময় লাগে কারণ প্রেমতলা থেকে ব্রজেন্দ্রনগরের দূরত্ব প্রায় ৮ থেকে ৯ কিমি। 
 এলাকার জনসাধারণ আগুন নিভানোর প্রয়াস চালায়। কিন্তু এরই মধ্যে ৪ টি দোকান ভস্মীভূত হয়ে যায়। জানা গেছে, এদের মধ্যে রয়েছে যথাক্রমে সুমন দাস, সজল মালাকার, সুধাময় দাস ও শংকর চন্দ্র দেব কাপড়ের দোকান, জুয়েলারি ও বাই সাইকেলের দোকান।


দমকল বাহিনী শেষ পর্যন্ত আগুন নিভানোর প্রয়াস চালিয়ে সফল হয় এবং পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। সঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। কদমতলা থানার পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

কোন মন্তব্য নেই