সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ২২ ফেব্রুয়ারী : ত্রিপুরা স্টেট
রাইফেলসের (ইন্ডিয়ান রিজার্ভ) নতুন দুটি ব্যাটেলিয়নের নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকার
ত্রিপুরার ক্ষেত্রে এস. সি., এস. টি.দের জন্য শিক্ষাগত যোগ্যতার মান শিথিল করে
অষ্টম মান উত্তীর্ণ করেছে। জাতীয় নীতি অনুসারে এক্ষেত্রে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা
দশম মান উত্তীর্ণ হওয়া প্রয়োজন ছিল। কিনত রাজ্য সরকারের আন্তরিক প্রয়াসে কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রক এই শিথিলিকরণ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল সন্ধ্যায়
সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদটি জানান। তিনি বলেন, এর ফলে রাজ্যের
তপশিলি জাতি ও জনজাতি উভয়েই বিশেষভাবে উপকৃত হবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ
সিং-এর সাথে তিনি এ ব্যাপারে দুÕদুবার সাক্ষাৎ করেন
এবং রাজ্যের স্বার্থে এই দাবি জানিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত
হস্তক্ষেপের ফলেই এটি সম্ভব হয়েছে এবং তিনি এর জন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এই
দুটি ব্যাটেলিয়নে মোট ২০১৪ জন নিযুক্ত হবেন, যার মধ্যে ২৫% সর্বভারতীয় ক্ষেত্রের
জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১০% পদ মহিলাদের
জন্য সংরক্ষণের কথাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শীঘ্রই নিয়োগের জন্য প্রয়োজনীয়
প্রক্রিয়া আরম্ভ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ