উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় ২৮টি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত।


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ২২ ফেব্রুয়ারী :  উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের উদ্যোগে দশদা ও লালজুরি ব্লক এলাকার বিভিন্নস্থানে গত জানুয়ারী মাসে ২৮টি স্বাস্থ্য সচেতনতা শিবির সংগঠিত হয়। এই শিবিরগুলির মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার ১২২৮ জনের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্লক এলাকার কাঞ্ছনছড়া, রবীন্দ্রনগর, সুভাষনগর, শান্তিপুর, ব্রু পাড়া, দাস পাড়া, শুকনাছড়া, ডাইনছড়া, জয়মণিপাড়া, নেতাজীনগর, ব্লকটিলা, মিত্রজয়পাড়া, মথুরাপাড়া প্রভৃতি স্থানে স্বাস্থ্য শিবিরগুলি অনুষ্ঠিত হয়েছে বলে মহকুমা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu