প্রতিশ্রুতি পালনে প্রশাসন বড় বাধা!

ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার আগে মানুষের কাছে যে প্রতিশ্রুতি রেখেছিল সেটা কার্যকর করতে প্রশাসন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ, প্রশাসনিক পূর্ব অভিজ্ঞতা না থাকার জন্য আমলারা সুযোগ বুঝে মুখ্যমন্ত্রীর পকেটে ঢুকে যাচ্ছে। অপরদিকে এতগুলো দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে থাকার জন্য কোন দপ্তরের কাজকর্মই ঠিকমতো চলছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে শিল্প ও বাণিজ্য দপ্তর, যার সাথে বেকারদের কর্মসংস্থানের সম্পর্ক জড়িয়ে রয়েছে। প্রায় এক বছর চলে যাচ্ছে স্বাবলম্বন স্কিম চালু করার নামে আটকে আছে। পিএমইজিপি স্কিমেরও তথৈবচ অবস্থা। ট্যাক্স ফোর্স কমিটির কোনো মিটিংই ডাকা হচ্ছে না। শত শত স্বউদ্যোগী দরখাস্ত করে বসে আছে। শেষ বাম আমলের পুনরাবৃত্তি ঘটেছে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu