উত্তর জেলার শতাধিক পরিবারকে মৎস্যচাষে সহায়তা প্রদান।


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ২১ ফেব্রুয়ারী : চলতি অর্থবছরে মৎস্য দপ্তর থেকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর, পানিসাগর ও কাঞ্চনপুর মহকুমায় মিশ্র মৎস্যচাষ প্রকল্পে ২১ টি পরিবারকে বিনামূল্যে মাছের পোনা দেওয়া হয়েছে। এই প্রকল্পে প্রতিটি সুবিধাভোগী পরিবারকে ১ হাজার ৬৪০টি করে বিভিন্ন জাতের পোনা মাছের পোনা দেওয়া হয়েছে। এতে ধর্মনগর মহকুমার ১২টি, পানিসাগর মহকুমার ৬টি এবং কাঞ্চনপুর মহকুমার ৩টি পরিবার উপকৃত হয়েছেন। এরজন্য ব্যয় হয়েছে ৪১ হাজার ৭৪৮ তাজা। এছাড়া, মরসুমি মৎস্যচাষ প্রকল্পে জেলার ৩টি মহকুমার ১০১টি পরিবারকে বিভিন্ন জাতের মাছের পোনা মৎস্য দপ্তর থেকে দেওয়া হয়েছে। এই প্রকল্পেও ধর্মনগর মহকুমার ৫৭টি, পানিসাগর মহকুমার ২৮টি এবং কাঞ্চনপুর মহকুমার ১৬তি পরিবার উপকৃত হয়েছেন। প্রতিটি সুবিধাভোগী পরিবারকে ১ হাজার ২০০টি করে মাছের পোনা দেওয়া হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৩৯৩ টাকা। ধর্মনগর মৎস্য তত্ত্বাবধায়ক কার্য্যালয়ের মৎস্য আধিকারিক সমর জমাতিয়া এই তথ্য জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu