সবুজ ত্রিপুরা , বিশেষ প্রতিনিধি ধর্মনগর,২৫ ডিসেম্বর ।। কোটি কোটি টাকা ব্যায়ে ধর্মনগর নগর পাঞ্চায়েত বা পরবর্তী সময়ে পৌরসভার দ্বারা শহরের বিভিন্ন জায়গায় শেডঘর নির্মান হলেও বর্তমান পৌরসভার শেডঘর ভাড়া বাবদ আয় কিন্তু শূন্যের কোঠায় । তথ্য সংগ্রহ করতে গেলে জানা যায় , ধর্মনগর পৌরসভা দ্বারা প্রায় পাঁচশোর মত শেডঘর আছে যা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ব্যবসায়ীদের মধ্যে বন্ঠন করা হয়েছে এবং যার সুফল বিশেয একটি রাজনৈতিক দলের ক্যাডারদের দেওয়া হয়েছে । আবার অনেকেই ব্যবসায়ের সাথে যুক্ত নয় এমন ব্যক্তিকেও ঘর বন্ঠন করা হয়েছে এবং পরবর্তীতে উনারা অন্য ব্যক্তিদের কাছে মোটা অঙ্কের বিনিময়ে সেই সব শেড বিক্রি করে দেন যা সম্পূর্ণ ভাবে অবৈধ । সূত্রের খবর অনুসারে এই সব আর্থিক লেনদেন সাথে বড় বড় রাজনৈতিক ব্যক্তিরাও জড়িত ছিলেন । প্রতি মাসে ভাড়া বাবদ যে টাকা ধার্য্য করা হয়ে ছিল সেই ভাড়ার টাকার এক বিরাট অংশের ব্যবসায়ীরা না দিয়েই বছরের পর বছর ব্যবসা করে আসছেন । সব কিছু জানা সত্ত্বেও কোন এক অজ্ঞাত কারনে বিভিন্ন সময়ে নগর পঞ্চায়েত বা পৌরসভার দ্বায়িত্বে যারা ছিলেন বা আছেন উনারা কোনরূপ ব্যবস্থা নেননি বা এখন নেওয়া হচ্ছে না । এখানে উল্লেখ্য যে ধর্মনগর সুপার মার্কেটেরও ঘরগুলি অনেকেই ব্যবহার করছেন কিন্তু এক টাকাও আয় হচ্ছে না পৌরসভার ।রাজ্যে সরকার পরিবর্তনের ফলে , ধর্মনগরবাসীর মনে আশার আলো জেগে উঠেছে । পৌরসভার শেডঘর বন্টনের অনিয়মের সঠিক তদন্ত করে পুনরায় প্রকৃত ব্যবসায়ী ও বেকারদের মধ্যে ঘর বন্টনের দাবি উঠেছে । এর ফলে অনেকটা বেকার সমস্যার সমাধান হবে এবং পৌরসভার আয়ও বাড়বে বলে জনগনের অভিমত।
0 মন্তব্যসমূহ