তিন তালাক


মুসলিম সমাজে তিন তালাক এক সামাজিক ব্যাধি । এর বিরুদ্ধে আওয়াজ উঠলেই মৌলবীরা রে রে করে ওঠে । পাশাপাশি রাজনীতির কারবারীরাও এর থেকে দূরে নয় । যদি ভোট কমে যায় এই ভয়ে । এন ডি এ সরকারের বলিষ্ঠ  সিদ্ধান্ত , তিন তালাকের  বিরুদ্ধে লোকসভায় বিল নিয়ে আসা হল । সংখ্যাগরিষ্ঠের ভোটে বিল পাশও হয়ে গেল । কিন্তু যারা মুসলিম মা-বোনদের চোখের জল দেখেন না তারা এই বিলের   বিরুদ্ধে নানা কটুক্তি করছেন এবং আগামীতেও করবেন । এখন রাজ্য সভায় পাশ হলেই তা রাষ্ট্রপতির সম্মতিক্রমে আইনে পরিণত হবে । পাকিস্তানের মতো দেশেও তিন তালাক নিযিদ্ধ। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও তিন তালাক নিযিদ্ধ। কিন্তু ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ দেশে আজ তিন তালাক হয়  এটাই আশ্চর্য্যে ।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu