বক্সনগর বিধানসভা এলাকার ৫১টি বুথে এক দিবসীয় প্রদেশ কমিটির নির্দেশ বিস্তারক কর্মসূচি-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১ আগষ্ট

মঙ্গলবার

বক্সনগর প্রতিনিধিঃবক্সনগর বিধানসভা এলাকার ৫১ টি বুথে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই কর্মসূচিতে বিশালগড় বিধানসভা এলাকার বিধায়ক সুশান্ত দেব,কমলাসাগর 

বিদায়ীকা অন্তরা দেব সরকার,কাকরাবন বিধানসভার  বিধায়ক জিতেন্দ্র মজুমদার,পাপিয়া দত্ত,জসিম উদ্দিন,দেবব্রত ভট্টাচার্য সহ ২০ বক্সনগর বিধানসভার বিজিত প্রার্থী তোফাজ্জল হোসেন।পূর্বসূচি অনুসারে ভারতীয় জনতা পার্টি ২০ বক্সনগর মন্ডলের উদ‍্যোগে রবিবার সকাল থেকে এক দিবসীয় বিস্তারক যোজনা কর্মসূচি উপলক্ষে ১নং বুথে থেকে ৫১টি বুথে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই দিনের এই কর্মসূচিতে ১৯ নং 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বুথের কলসিমুড়া ও নগর সীমান্তের ওপাশে বাড়ি বাড়ি জনসম্পর্ক করে।এই কর্মসূচিতে সিপিএমের একনিষ্ঠ যুবনেতা রাসেল মিয়া প্রদেশ সহ-সভাপতি অশোক সিনহা ও তফাজ্জল হোসেনের হাত ধরে বিজেপি দলে যোগদান করেন।এই যোগদান সভায় তিন পরিবারের সর্বমোট ১১ জন ভোটার বিজেপি দলে সামিল হয়েছে।এই যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি অশোক সিনহা,বিজিত প্রার্থী তফাজ্জল হোসেন সহ বুথ সভাপতি জসীমউদ্দীন, মন্ডল সদস্য রাসেল আহমেদ।এই মহা জনসম্পর্কের অঙ্গ হিসেবে রবিবার ২০ বক্সনগর বিধানসভায় সকল থেকে সন্ধ্যা পর্যন্ত বুথ ভিত্তিক জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে।এদিনের এই কর্মসূচিতে লোক সমাগম ছিল চোখে পড়ার মত। এই কর্মসূচিতে যুবক থেকে বৃদ্ধ সকল অংশের 

মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় পাশাপাশি প্রত্যেকটি বাড়িতে মোদি সরকারের খতিয়ান জনসম্প্যক্ষে তুলে ধরা হয়। কিছুদিনের মধ্যে বক্সনগর ও ধনপুর এলাকায় উপনির্বাচন এই উপনির্বাচনে মানুষকে পদ্মফুলে ভোট দিয়ে বিজেপি প্রার্থীদের কে জয়যুক্ত করার জন্য বলা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu