গোমতী জেলায় চালু হতে যাচ্ছে ইনটেনসিফায়েড মিশন ইন্দ্রধনুষের পঞ্চম পর্ব-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১ আগষ্ট

মঙ্গলবার

উদয়পুর প্রতিনিধিঃ আগামী ৭ই আগস্ট থেকে গোমতী জেলায় চালু হতে যাচ্ছে ইনটেনসিফায়েড মিশন ইন্দ্রধনুষের পঞ্চম পর্ব । গর্ভবতী মা এবং শূন্য থেকে পাঁচ বছর বয়সের শিশুদেরকে টিকা দেওয়ার জন্য চালু হতে যাচ্ছে মিশন ইন্দ্রধনুষ। বিশেষ করে যে সব গর্ভবতী মা এবং শিশুরা কোভিড বা যে কোন কারনে 

টিকা দিতে পারে নি তাদের প্রত্যেককে টিকা দেওয়া হবে।উদয়পুর সায়েন্স সেন্টারের প্রেক্ষাগৃহে আয়োজিত মিডিয়া প্রতিনিধিদের সঙ্গে এক মত বিনিময় সভায় গোমতী জেলার টিকাকরণ আধিকারিক ডাঃ চিরঞ্জিত নোয়াতিয়া জানান, কোন শিশু একটি টিকা থেকেও বাদ গিয়ে থাকে তাহলেও মিশন ইন্দ্রধনুষের আওতায় ওইসব শিশুকে টিকা দেওয়া হবে। গোমতী জেলার স্বাস্থ্য প্রশাসন মোট ২৭০ জন গর্ভবতী মা এবং ১৮৫৮ জন শিশুকে টিকাকরণের জন্য চিহ্নিত করেছে। এর মধ্যে ২ বছর পর্যন্ত শিশুর সংখ্যা ১৩০৭ জন এবং ২ থেকে ৫ বছর বয়সের শিশুর সংখ্যা হল ৫৫১ জন।এবারের আইএমআই-এর আরও একটি বিশেষত্ব হল ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে ভারত থেকে হাম এবং রুবেলা নির্মূল করার চলমান উদ্যোগ ও কাজগুলিকে আরও বেশী গতি দেওয়া। উত্সাহিত করা।  যাতে করে প্রতিটি গ্রামে ৯৫ শতাংশের বেশি শিশুকে টিকাকরন করানো যায়। কিন্তু জেলা আধিকারিকরা প্রত্যয় ব্যক্ত করে বলেন ৯৫ নয় গোমতী জেলায় ১০০ শতাংশ অর্থাৎ 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

প্রতিটি শিশুকে টিকাদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গৃহীত উপজাতি টিকাকরন কৌশলকে আরও বেশী শক্তিশালি করার জন্য ১৫ অর্থ কমিশন থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে। যাতে করে কোন উপজাতি এলাকায় টিকাদানের অসুবিধা না হয়।মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কমল রিয়াং জানান, মোট তিনটি দফায় গোমতী জেলায় মিশন ইন্দ্রধনুষের আওতাধীন টিকাকরণ করানো হবে। প্রথম দফা হবে ৭ থেকে ১২ই আগস্ট, দ্বিতীয় দফা ১১ থেকে ১৬ সেপ্টেম্বর এবং সর্বশেষটি হবে ৯ থেকে ১৪ই আগস্ট।গোমতী জেলায় ১০০ শতাংশ টিকাকরণ করানোর জন্য স্বাস্থ্য প্রশাসন এবার বিভিন্ন ব্লকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা, দুর্গম এলাকাগুলিকেও চিহ্নিত করা হয়েছে বলে জানান।পর্যাপ্ত পরিমাণে সবগুলি ভ্যাকসিনই মজুদ রয়েছে বলে টিকা করণ আধিকারিক জানান।সব ভ্যাকসিনই একেবারে নিরাপদ। স্বাস্থ্য দপ্তর শীততাপ নিয়ন্ত্রিত সিস্টেমের মাধ্যমে ভ্যাকসিনকে কিভাবে সংরক্ষিত রাখেও তারও প্রদর্শন করা হয়।মিশন ইন্দ্রধনুষের পঞ্চম পর্ব এর জন্য প্রশাসনিক এবং স্বাস্থ্য কর্মী ও আশা কর্মীদের প্রশিক্ষন কর্মসূচীও শেষ করা হয়েছে। মিশন ইন্দ্রধনুষ সহ সব প্রোগ্রামেই গোমতী জেলা জুড়ে ব্যাপক সচেতনতা কর্মসূচী চলছে। ১০০ শতাংশ টিকাকরনের স্বার্থে পর্যালোচনার মাধ্যমে প্রতি দফায় প্রয়োজনে কৌশলও পরিবর্তন করবে বলেও আধিকারিকরা জানান। আজকের মত বিনিময় সভায় জেলার তিন মহকুমার মহকুমা চিকিতসা আধিকারিক, গোমতী জেলার মেডিক্যাল সুপার ও শিশু বিশেষজ্ঞ ডাঃ অভিজিৎ দত্ত, জেলা পরিবার কল্যাণ আধিকারিক ডাঃ অর্জুন সাহা,জেলা জনস্বাস্থ্য নজরদারী আধিকারিক 

ডাঃ শৌমিক চক্রবর্তী, ইউনিসেফের কনসালটেন্ট ডঃ গৌরভ বর্মা এবং জেলা প্রোগ্রাম ম্যানেজার রনময় দেব প্রমুখ উপস্থিত ছিলেন। শিশুকে নিশ্চিন্তে টিকা দেওয়ানোর জন্য মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কমল রিয়াং অভিভাবকদের কাছে আহ্বান জানান। তিনি বলেন রোগ প্রতিরোধে কোন যাদু-টোনা বা ঝাঁরপোক কাজ করে না। টিকা করণ ই হল রোগ প্রতিরোধের উপায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu