ব্রাহ্মণ সমাজের সাংবাদিক সম্মেলন-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১ আগষ্ট

মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ সি.পি.আই(এম) বিধায়কের কুরুচিকর বক্তব্যে প্রতিবাদ মুখর গোটা ব্রাহ্মণ সমাজ! সাংবাদিক সম্মেলনে বৃহৎ আন্দোলনের হুমকি! সি.পি.আই(এম) রাজ্য সম্পাদক 

অর্থাৎ সি.পি.আই(এম) বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সম্প্রতি কোন এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমগ্র ব্রাহ্মণ সমাজকে নিয়ে যে কুরুচিকর উক্তি করেছেন, এর তীব্র প্রতিবাদ জানিয়ে রবিবার সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন তেলিয়ামুড়ার সনাতনী ব্রাহ্মণ পরিবার। উল্লেখ্য, অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে  সি.পি.আই(এম) বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বলেছিলেন যে, এখনো বয়স্করা যারা আছেন, বেদ উপনিষদ যারা পড়েন, এদের কাছ থেকে জানুন বা আগের দিনের যারা প্রবীণ ব্রাহ্মণ থাকলে তাদের কাছ থেকে জেনে নিন, প্রাচীনতম কালে ব্রাহ্মণরা আসলে গোমাংস ছাড়া তাদেরকে অন্য কোন মাংস দিয়ে

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

তাদেরকে সেবা করলে তারা অখুশি হতেন। যুগের তালে এটা পরিবর্তন হয়েছে, এটা মানুষের অভ্যাস সংস্কৃতি। গোটা দেশের ব্রাহ্মণ সমাজকে নিয়ে বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর এই কুরুচিকর মন্তব্যের জেরে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় সনাতনী মানুষজনদের মধ্যে। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্রাহ্মণদের পক্ষ থেকেও এর তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। সনাতনী ব্রাহ্মণ পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়ায় আয়োজিত এদিনের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সনাতনী ব্রাহ্মণ পরিবারের পক্ষ থেকে তীব্র ভাষায় এর প্রতিবাদ জানিয়ে বলা হয় যে,  জিতেন্দ্র বাবু ক্ষমতার লোভে একটি জাতিগোষ্ঠীকে সমাজের কাছে হেয় করার অপচেষ্টা করছে। অতিদ্রুত যদি উনি উনার এই বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও দাবি করা হয় এদিন সনাতনী ব্রাহ্মণ পরিবারের পক্ষ থেকে। আগামী দিনে যদি উনি ক্ষমা না চান তাহলে এটা বিস্তর থেকে বিস্তর আকার ধারণ করবেও দাবি করা হয় এই সাংবাদিক সম্মেলনে।

অন্যদিকে, ত্রিপুরা রাজ্যের শুভবুদ্ধির সম্পন্ন মহল মনে করছে যে, ত্রিপুরা রাজ্যের সুন্দর পরিবেশে বিস্তর আঘাত এনেছে  সি.পি.আই(এম) বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্য এবং সনাতনী মানুষজনদের মনেও উনার এই বক্তব্যে আঘাত এসেছে। আর এর প্রতিফলন হিসেবে আগামী দিন রাজ্যের সনাতনী মানুষজনেরা এই রাজ্যে বৃহদাকারের আন্দোলন গড়ে তুলতে পারে বলে আশঙ্কা করছে রাজ্যের শুভ বুদ্ধিসম্পন্ন মহল।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu