সবুজ ত্রিপুরা
১১ জুলাই
মঙ্গলবার
কদমতলা প্রতিনিধিঃ গোপন সুত্রের ভিত্তিত্বে পৃথক পৃথক অভিযানে নেমে সেনা পোষাক অস্ত্রশস্ত্র সহ ছয় কুখ্যাত ডাকাতকে আটক করতে সক্ষম হল পুলিশ।এ মর্মে জেলা সদর ডিএসপি গীতার্থ দেবশর্মা
জানান যে ডাকাত দলটি সোমবার রাতে কালিগঞ্জ এলাকার এক বাড়িতে ডাকাতি করবে বলে পরিকল্পনা করলে খবরটি পুলিশের কাছে পৌছে যায়।সেই খবরের সুত্র ধরে রাত আটটায় পুলিশের একটি দল কালিগঞ্জের উক্ত বাড়িতে পৌছে ঘরের লোকদের বাহিরে রেখে বাড়িটি নিজেদের হেফাজতে রাখে।এমন সময়ে ডাকাতরা ডাকাতি করতে এলে পুলিশ তাদেরকে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
চ্যালেঞ্জ জানায়।এতে ডাকাতরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।তখন পুলিশে পক্ষে বিভিন্ন সড়কে নাকাবন্দি করা হয়।এতে রাতাবাড়ি পুলিশের হাতে একটি হাতেবুনা পিস্তল চার রাউন্ড তাজা তার্তুজ সেনা পোষাক ও বেশকিছু ধারালো অস্ত্র হাতুড়ি সহ ডাকাত তছরুফ আলি আছাব উদ্দিন মনির আলি এবং নুরুল হক ধরা পড়ে।বাকি দুজনকে আটক করা হয় কালিগঞ্জ এলাকা থেকে।এদের মধ্যে রয়েছে দাগি
ডাকাত খয়রুল ইসলাম ও আব্দুল লতিফ।বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।ধৃতদের বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক ডাকাতি কান্ডের অভিযোগও রয়েছে।বর্তমানে আটক ডাকাতদের পুলিশি হেফাজতে রেখে টানা জিঙ্গাসাবাদ চালিয়ে য়াচ্ছে পুলিশ ।
0 মন্তব্যসমূহ