উদয়পুর বিজেপি দলীয় অফিসে এক সাংবাদিক সম্মেলন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২ জুন

শুক্রবার

উদয়পুর  প্রতিনিধিঃ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদি সরকারের ৯ বছর পূর্ণ হয়েছে । গত ৯ বছরে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের এই সময় কালে যে সকল কাজকর্ম ইতিমধ্যে হয়েছে 

তার খতিয়ান তুলে ধরে বৃহস্পতিবার দুপুর  ৪টায় গোমতী জেলা উদয়পুর ব্রম্মাবাড়ী স্থিত বিজেপি দলীয় অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় । এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন , ভারত সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক । এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া । এদিনের সাংবাদিক সম্মেলনে  বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন , গত সত্তর বছরের শাসনে কংগ্রেস এই দেশকে পিছিয়ে নিয়েছে । কিন্তু কেন্দ্রের মোদি সরকার এই দেশের জন্য গত ৯ বছরে 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বহু কাজ করে গিয়েছে । গত নয় বছরে নরেন্দ্র মোদী জমানায় প্রতিটি ক্ষেত্রে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তারও প্রশংসা করা হয়েছে বিজেপির তরফে। সরকারের সর্বাত্মক উন্নয়নের কারণে ভারত আজ বিশ্বে অর্থনীতির দিক 

থেকে শক্তিশালী দেশগুলির মধ্যে অন্যতম বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন । প্রসঙ্গত, ২০১৪ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জিতে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নমো। তারপর থেকে একের পর এক কাজ করে চলেছে কেন্দ্রের মোদি সরকার ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu