সবুজ ত্রিপুরা
২ জুন
শুক্রবার
কদমতলা প্রতিনিধিঃ শুক্রবার সাত সকালে মসজিদে যাবার সময়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হয়ে প্রাণ হারালো এক ছয় বছরের নিষ্পাপ শিশু।
হতভাগ্যের নাম মুরাদ উদ্দিন।বাড়ি করিমগঞ্জ বাইপাস রোড সংলগ্ন একলাবাড়ি এলাকায়।দুর্ঘটনাটি ঘটেছে সেখানকার বাবা হোটেলের সম্মুখে।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
জানা গেছে এদিন শিশুটি সহপাঠিদের সাথে পায়ে হেঁটে যখন অসম-ত্রিপুরা আট নং জাতিয় সড়ক ধরে বাবা হেটেল এলাকা পার করছিল তখন একটি দ্রুতগামী NL01 AF5647 নম্বরের ডাম্পার গাড়ি তাকে অর্তকিতে ধাক্কা দিলে
সে সড়কে রক্তালুপ্ত হয়ে ছিটকে পড়ে প্রাণ হারায়।পরে এ কান্ডে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়।ভয়াবহ এই দুর্ঘটনা কান্ডে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদ স্বাব্যস্থ করেন।ঘটনার পর পুলিশ তদন্তে নামার খবর পাওয়া গেছে।
0 মন্তব্যসমূহ