শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

৩ জুন

শনিবার

ধর্মনগর  প্রতিনিধিঃ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে পূর্ব চুড়াইবাড়ি লোকনাথ মন্দিরে চলছে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। এখানে বাবা লোকনাথের

বিগ্রহ সহ মন্দির স্থাপিত রয়েছে। প্রতি বছরই তিরুধান তিথি উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ এই অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করে থাকেন। 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এ বছরও এর ব্যতিক্রম হয়নি। গতকাল শুক্রবার  অধিবাসের মাধ্যমে হরিনামের সূচনা করা হয়। শনিবার দিনব্যাপী লীলা ও নাম কীর্তন চলে। 

রবিবার মন্ত বিদায়ের মাধ্যমে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন এর সমাপন ঘটবে। তবে এলাকার ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সেই বিষয়ে মন্দির কমিটির পক্ষে দীপঙ্কর নাথ,অভিজিৎ রায় ও জ্যোতিষ দাসরা  নিউজের মাধ্যমে সকল ভক্ত প্রাণ সনাতনীদের অনুষ্ঠানে আসার ও মহাপ্রসাদ গ্রহণের আবেদন জানিয়েছেন।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu