সবুজ ত্রিপুরা
৫ মে
শুক্রবার
বিশালগড় প্রতিনিধিঃ আগুনে পুড়ে ছাই মধুপুর বাজারের দশটি দোকান । ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার অধিক বলে জানা যায়, আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বলে জানা যায়,
মধুপুর বাজারের তিনটি ওষুধের দোকান কসমেটিকসের দোকান কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যাই রাত আনুমানিক সাড়ে তিনটা নাগাদ আগুন লেগেছে শর্ট সার্কের থেকে পরপর ১০ টির
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
দোকান পুড়ে ছাই হয়ে যাই , ব্যবসায়ীদের মাথায় হাত, ছুটে আসে এলাকার বিদায়িকা
অন্তরা দেব সরকার বিজেপির অন্যান্য নেতৃত্বরা। জানাযায় আগুন দেখার পর ব্যবসায়ীরা বিশালগরে এবং বাধারঘাট দমকল কর্মীর খবর দিলে আসতে অনেক দেরি হয় যদি সময় মত আসতো তাহলে কয়েকটা দোকান বাঁচানো সম্ভব হতে বলে জানান, তবে সকল ব্যবসায়ীরা সরকারের নিকট সাহায্যের দাবি রাখেন।
0 মন্তব্যসমূহ