পানিসাগের বিরল প্রজাতির বানর উদ্বার-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৮ এপ্রিল

মঙ্গলবার

পানিসাগর প্রতিনিধিঃ ১৭ই এপ্রিল সকাল এগারো ঘটিকায় উওর জেলার পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার পাঁচ নং ওয়ার্ডে উদ্বার হয় এক বিরল প্রজাতির বানর।ঘটনা জানা জানি হতেই উৎসুক 

জনগন ভীর জমায় ঐ এলাকায়।জানা যায় যে,পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা পেষায় টমটম চালক বিক্রম দাস এর বাড়িতে থাকা বাড়াটে জৈনিক মহিলা এই বিরল প্রজাতির বানরটিকে রাস্তার পাশ থেকে উদ্বার করে।পরবর্তীতে খবর পাটানো হয় পানিসাগর বন দপ্তরে।

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বনদপ্তরের কর্মীরা ছুটে এসে বিরল প্রজাতির বানর টিকে নিয়ে যায় তাদের হেফাজতে।পানিসাগর বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় বিরল প্রজাতির বানর টি আসলে একপ্রজাতির চশমা বানর।এগুলি আজকাল বিলুপ্তির পথে।তবে বিগত কিছুদিন পুর্বে 

পানিসাগর মহকুমায় দুই দুইটি বিরল প্রজাতির কিং কোবরা সাপ উদ্বারের রেশ কাটতে না কাটতে আজ বিরল প্রজাতির বানর উদ্ধার হওয়াতে গোটা মহকুমা জোরে কৌতুহলের সৃষ্টি হয়।উদ্ধার হওয়া চশমা বানরটি কুকুরের আঘাতে কিছুটা ঘাহেল হওয়াতে পানিসাগর বনদপ্তর কতৃক এটিকে প্রথমে চিকিৎসা করে সুস্থ হলে পরবর্তীতে রৌয়া অভয়ারণ্যে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu