ফেন্সি বুঝাই লরি আটক করলো আসাম চুরাইবাড়ি থানার পুলিশ-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

৪ এপ্রিল

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ আবারো ফেন্সি বুঝাই লরি আটক করলো আসাম চুরাইবাড়ি থানার পুলিশ। এ নিয়ে পরপর সফলতার চূড়ায় আসাম পুলিশ। আজ সোমবার দুপুর দুইটা নাগাদ 

গৌয়াহাটি থেকে আগরতলাগামী একটি AS01MC-0387 নম্বরের কন্টেইনার গাড়ি আসাম গেটে প্রবেশ করতেই ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন দাস গাড়িটি আটক করে তল্লাশি করেন। আর তাতেই কেচু কুরতে সাপ বেরিয়ে এলো। লরিতে অনলাইন সামগ্রীর ভেতরে এই ফেন্সিডিল গুলো লুকায়িত অবস্থায় ছিল। 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

দশ কার্টুনে মোট দুই হাজার  বোতল ফেন্সি যার কালোবাজারি মূল্য দশ লক্ষ টাকা বলে জানান ইনচার্জ। তবে লরি চালক রঞ্জিত বৈশ্য ও ফেন্সির তত্ত্বাবধায়ক ডিংসানকে সাংমাকে পুলিশ আটক করে। তাদের বিরুদ্ধে 

এনডিপিএস আইনে মামলা রুজু করে আগামীকাল করিমগঞ্জ জেলা আদালতে সুপর্দ করা হবে। এদিকে এই অনলাইন গাড়িটি গতি লজিস্টিক কোম্পানির বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে একরাশ অভিযোগ রয়েছে।একাধিকবার গতি লজিস্টিকের ফেন্সি বুঝাই গাড়িগুলি আসাম পুলিশের হাতে ধরা পড়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu