ধর্মনগর প্রেসক্লাবে নতুন পুলিশ সুপারকে সংবর্ধনা এবং পথচারীদের মধ্যে লশ্শি বিতরণ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৫ এপ্রিল

মঙ্গলবার

ধর্মনগর প্রতিনিধিঃ প্রচন্ড দবদাহে  জনগন নাজেহাল, এমনকি  পথচারীরা দিশেহারা তাই তাদেরকে সাময়িক স্বস্তি দিতে ধর্মনগর প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার দুপুরে ধর্মনগর প্রেস ক্লাবের সম্মুখে 

পথচলি জনতা , যানচালক ও ব্যাবসায়ীদেরমধ্যে  লশ্শি বিতরন করা হয়।  এই আয়োজন এর উদ্বোধন করেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। কর্তব্যরত পুলিশ, ট্রাফিক পুলিশ, পুরো পরিষদের ঝাড়ুদার, যারা পথ চলিত গরমে হতাশাগ্রস্থ পথচারী তাদের মধ্যেই এই ঠান্ডা পানীয় গুলো বিতরণ করে ধর্মনগর প্রেসক্লাবের সদস্যরা। এক সাক্ষাৎকারে প্রেসক্লাব 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

কর্তৃপক্ষ জানায় মানুষের মধ্যে যে সাময়িক শান্তি হয়েছে তাই সদস্যদের কাছে আশীর্বাদস্বরূপ। এই ধরনের মানব সেবামূলক কাজ তারা বারে 

বারে করে যেতে চায়। এতে আত্মার তৃপ্তি পাওয়া যায়  বলেও জানান তারা। পাশাপাশি সোমবার উত্তরের জেলা সদর ধর্মনগরে জেলা পুলিশ সুপার হিসেবে ভানুপদ চক্রবর্তী পুনরায় যোগদান করায় প্রেসক্লাবের সদস্যদের তরফে ওনাকে ধর্মনগর প্রেস ক্লাবের তরফে সংবর্ধনা দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu