নিম গা‌ছে বীর হনুমা‌নের প্রতিচ্ছ‌বি,চাঞ্চল‌্য পেচারঘা‌টে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৮ এপ্রিল

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ বা‌ড়ির দেবস্থা‌নে থাকা এক‌টি নিম গা‌ছে হঠাৎ ক‌রে পবন পুত্র বীর হনুমানের প্রতিচ্ছ‌বি দেখা দেওয়া‌কে কেন্দ্র ক‌রে গোটা 

এলাকায় চাঞ্চল‌্য দেখা দি‌য়ে‌ছে।গা‌ছে থাকা হনুমা‌নের ছ‌বি দেখ‌তে ভিড় জমা‌চ্ছেন কৌতুহ‌লি জনগন।চাঞ্চল‌্যকর এই ঘটনা‌টি সংঘ‌টিত হ‌য়ে‌ছে ‌লোয়াইর‌পোয়া ব্ল‌কের ডেঙ্গারবন্দ জি‌পির পেচারঘাট গ্রা‌মে।এ ম‌র্মে স্থানীয়রা জানান যে সোমবার সকা‌লে হঠাৎ ক‌রে উক্ত গ্রা‌মের শ‌্যামাকান্ত বৈ‌দ্যের বা‌ড়ি‌তে থাকা দেবস্থা‌নের বেশক‌টি গা‌ছের ম‌ধ্যে এক‌টি নিম গা‌ছের মধ‌্যভা‌গে হনুমা‌নের মু‌খের আদ‌লের এক‌টি প্রতিচ্ছ‌বি দেখ‌তে পাওয়া যায়।খবর‌টি মুহু‌র্ত্বের ম‌ধ্যে র‌টে গে‌লে উক্ত বা‌ড়ি‌তে ভিড় 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

জমান কাতা‌রে কাতা‌রে কৌতুহ‌লি জনগন।এ‌দের অ‌নে‌কে মোবাইল ফো‌নে ছ‌বি তু‌লে ছ‌ড়ি‌য়ে দেন সোশ‌্যাল মি‌ডিয়ায়।ফ‌লে অ‌নেক ধর্মালুরা এ‌খা‌নে পু‌জোও দেন।গা‌ছের ম‌ধ্যে বি‌ভিন্ন ভাষায় লেখা হরফ প্রতিচ্ছ‌বি ইত‌্যা‌দি ফু‌টে উঠা নতুন বিষয় নয়।তবুও 

এ‌তে কৌতুহ‌লি জনতার নানা প্রশ্নের অবকাশ থে‌কে যায়। এই গাছ‌টি‌তে ছোট সম‌য়ে কেহ লোহার বস্তু দি‌য়ে আঘাত ক‌রে কোন প্রতিমার ছ‌বি এ‌কে ছে‌ড়ে দি‌লেও পরব‌র্তিতে স্পষ্ট প্রতিচ্ছ‌বি তৈরীও হ‌তে পা‌রে।নতুবা গাছ‌টি নিজ থে‌কে আঘাতপ্রাপ্ত হ‌য়ে ছা‌লের অংশ‌টি‌তে দেখ‌তে অ‌বিকল হনুমা‌নের প্রতিচ্ছ‌বি তৈরীও হ‌তে পা‌রে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu