সবুজ ত্রিপুরা
২৭ মার্চ
সোমবার
পানিসাগর প্রতিনিধিঃ ২৫ শে মার্চ বিকাল আনুমানিক চারটা নাগাদ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পানিসাগর থেকে ধর্মনগর প্রদান সড়কের রক্তছড়া এলাকায় টি,আর,০২ এ,২৯৬৫ নম্বরের
বলেরো গাড়ি এবং টি,০৩২৩ টি,আর,০৬০৯ বি টেম্পরারি টাটা পান্স লাক্সারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ উভয় গাড়ির চালক সহ বেশ কয়েকজন যাএী আহত হয়।দূর্ঘটনাট বিকট শব্দে ঘটনা স্হলে ছুটে আসে আশপাশ এলাকার লোকজন এবং খবর পাটানো হয় পানিসাগর ফায়ার সার্ভিসে।খবর পাওয়া মাএ ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্ঘটনা স্হলে পৌছায় এবং আহত অবস্হায় বেশ কয়েকজনকে নিয়ে যায় তিলথৈ প্রাথমিক চিকিৎসার কেন্দ্রে।যানা গেছে টাটা পান্স গাড়িটি আগরতলা টাটা শোরুম থেকে ধর্মনগর শোরুমে নিয়ে আসতে গিয়ে ধর্মনগর থেকে বারো জন ছাএি নিয়ে খেলা সেরে কাঞ্চনপুরে ফেরার পথে ঐ এলাকায় দূর্ঘটনার কবলে পড়ে।কাঞ্চনপুর গামী গাড়িটিতে বারো জন ছাএী সহ একজন পি,আই এবং চালক ছিলো।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
অপর দিকে টাটা গাড়িটিতে ছিলো একমাএ চালক ধর্মনগর নেতাজি পাড়ার বাসিন্দা সুব্রত মোহন্ত।দূর্ঘটনার ফলে গাড়ি চালক সুব্রত এর অবস্থা সহ দুই জন ছাএীর শারিরীক অবস্হার অবনতি দেখে তড়িঘড়ি রেফার করা হয় ধর্মনগর স্হিত জেলা হাসপাতালে।গাড়িটিতে থাকা বারো জন ছাএির মধ্য আহত হয় মোট সাত জন।এরা সকলেই আজ ধর্মনগর বি,বি,আই মাঠে খেলা সেরে কাঞ্চনপুর ফিরে যাচ্ছিল।
বলেরো চালক সুশান্ত চাকমা জানান সে অল্প বিস্তর হাতে ছোট পায়।দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্হলে পৌছায় পানিসাগর থানার পুলিশ।পরবর্তীতে পানিসাগর পুলিশের হস্তক্ষেপে দূর্ঘটনা গ্রস্ত গাড়ি দুটিকে নিয়ে আসাহয় পানিসাগর থানার হেফাজতে।দূর্ঘটনার ফলে প্রায় আধ ঘন্টা পানিসাগর ধর্মনগর প্রধান সড়কটিতে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো।
0 মন্তব্যসমূহ