সবুজ ত্রিপুরা
২৫ মার্চ
শনিবার
বিশালগড় প্রতিনিধিঃ IIT রাজ্যে প্রথম স্থান অধিকারী ছাত্রের বাড়িতে মহকুমা শাসক সহ এলাকার বিধায়ক। সংবাদে প্রকাশ বিশালগড়
মহকুমার অন্তর্গত তেবাড়িয়া এলাকার হতদরিদ্র পরিবারের যুবক বিশ্বজিৎ দেবনাথ IIT পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। আর সেই খবর শুনে শুক্রবার সন্ধ্যায় বিশালগড় তেবাড়িয়া এলাকায় নিজ বাড়িতে ছুটে যান এলাকার বিধায়ক
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
সুশান্ত দেব এবং মহকুমা শাসক সহ অন্যান্যরা জানাযায় বিশ্বজিতের পিতা দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে শয্যাশায়ী মা বিড়ি শ্রমিক
বিশ্বজিতের এই উজ্জ্বল সাফল্যে পরিবার সহ গোটা এলাকায় খুশি। অপরদিকে এলাকার বিধায়ক সুশান্ত দেব উনার এই উজ্জ্বল সাফল্যে উনাকে সংবর্ধনা করলেন পাশাপাশি উনাকে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করছেন এবং আগামী দিনও উনার পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন এলাকার তরুণ বিধায়ক সুশান্ত দেব ।
0 মন্তব্যসমূহ