গর্ভবতী মায়ের প্রসব অটো রিক্সাতে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২২ ফেব্রুয়ারি

বুধবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ যাতায়াতের একমাত্র রাস্তাটি ভগ্ন দশা কারণে এক গর্ভবতী মায়ের প্রসব অটো রিক্সাতে। ঘটনার তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের অধীন দুস্কি এলাকায় মঙ্গলবার সন্ধ্যা রাতে।

জানা গেছে,তেলিয়ামুড়া লালটিলা এলাকা থেকে দুষ্কি এলাকাস্থিত দুখাই জমাদার পাড়াতে যাওয়া একমাত্র রাস্তাটুকু দীর্ঘদিন ধরে বেহাল ভগ্নদশা পরিণত হয়ে রয়েছে। এলাকাবাসীর তরফ থেকে বারবার রাস্তাটির সংস্কারের দাবি জানিয়ে থাকলেও সংশ্লিষ্ট দপ্তর কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। দুখাই জমাদার এলাকার গর্ভবতী মহিলা স্বপ্না দেববর্মা প্রসব যন্ত্রণা কাতর হলে বাড়ির লোকেরা চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসার জন্য স্থির করে। যথারীতি বাড়ির লোকেরা গর্ভবতী মহিলার স্বপ্না দেববর্মাকে অটো রিক্সা 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

যোগে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তায় অটো রিক্সার মধ্যে ফুটফুটে একটি পুত্রসন্তানের জন্মদিন। সদ্যজাত পুত্র সন্তান সহ মাকে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে। জানা গেছে , স্বপ্না দেবী গর্ভে জন্ম দেওয়া পুত্র সন্তানের গর্ভাবস্থায় ৬ মাস অতিক্রান্ত করেছি। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের চিকিৎসক মা এবং সন্তানকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। কারণ সদ্য জন্ম দেওয়া পুত্র সন্তানটি অপরিপক্ক হওয়ার কারণে জিবি হাসপাতালে প্রেরণ করে দেই বলে 

জানান  হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।এদিকে অভিযোগ, যাতায়াতের রাস্তাটি ভগ্নাংশের হওয়ার কারণে, অটো রিসকা যোগে নিয়ে আসার পথে বিভিন্ন অপরিপক্ক ছয় মাসের পুত্র সন্তান জন্ম দিয়েছে। তবে আত্মীয় পরিজনদের মধ্য থেকে  দাবি উঠেছে সংশ্লিষ্ট দপ্তর যেন রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনের পদক্ষেপ গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu