সোনামুড়া সিপিআই(এম) বিভাগীয় কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত ইস‍্যু নিয়ে সাংবাদিক সম্মেলন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২২ ফেব্রুয়ারি

বুধবার

বক্সনগর প্রতিনিধিঃ সোনামুড়া মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রেই জয়ের হাসি হাসবে বামেরা। মঙ্গলবার সন্ধ্যায় সোনামুড়া সিপিআই(এম) বিভাগীয় কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত ইস‍্যু নিয়ে সাংবাদিক সম্মেলনে করে এমনটাই দাবি করেন সিপিআইএম 

সোনামুড়া বিভাগীয় সম্পাদক রতন সাহা। এইদিনে মহকুমা সম্পাদক রতন সাহা ছাড়াও উপস্থিত ছিলেন ধনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৌশিক চন্দ, সোনামুড়ার বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্যামল চক্রবর্তী, বক্সনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সামসুল হক সহ নেতৃত্বরা। এইদিন সাংবাদিক সম্মেলনের মধ‍্যে দিয়ে বিভাগীয় সম্পাদক রতন সাহা বলেন কিছু কিছু বুথে বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়েও জনগণ তাদের অধিকার প্রয়োগ করেছেন এবং খুব সকাল সকাল সাধারণ জনগন যেই ভাবে লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, তাতেই পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত লক্ষ‍্য করা গেছে। এইদিনের সাংবাদিক সন্মেলনের মধ‍্যে দিয়ে ভোটারদের ধন্যবাদ জানান রতন সাহা এবং নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে সিপিআইএম নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে রতন সাহা দাবি করেন, ধনপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচন ঘোষনা হওয়ার পর থেকে 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


কেন্দ্রীয় মন্ত্রী এবং তার ভাইয়ের নির্দেশে সাধারণ মানুষের উপর ক্রমাগত সন্ত্রাস নামিয়ে আনা হয়েছিল। বাম কর্মী সমর্থকদের বাড়িতে হুমকি ধমকি সহ নানা রকমের অপকৌশলের মাধ্যমে ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা হয়েছিল। কিন্তু মানুষ তা প্রতিরোধ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। যার ফলে ধনপুরে প্রায় ১৯০০ ভোটের ব‍্যবধানে সিপিআইএম প্রার্থী কৌশিক চন্দ জয় লাভ করবে এবং মহকুমার নলছড়, বক্সনগর সহ সোনামুড়া কেন্দ্রটিও 

সিপিআইএমের দখলে যাবে বলে তিনি দাবি করেন। উল্লেখ্য; ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে লড়াই করছেন রাজ‍্য বিজেপির হেভিওয়েট নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। আর সেই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী কৌশিক চন্দের সাথে প্রতিদন্ধিতায় বিজেপি প্রার্থীর ভরাডুবি হবে বলে তিনি দাবি করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu