১২ ই জানুয়ারি অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে গোটা রাজ্যেই-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১৩ জানুয়ারি

শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ রাষ্ট্রীয় যুব দিবস অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উৎসব বেশ ঘটা করে শ্রদ্ধার সহিত পালিত হয় তেলিয়ামুড়া 

বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক (+২ স্তর) বিদ্যালয়ে। এদিন সকাল বেলা বিদ্যালয় প্রাঙ্গনে স্বামী বিবেকানন্দের মর্মমূর্তির বেশ শ্রদ্ধার সহিত পূজা পাঠ করা হয়। সংবাদে প্রকাশ, ১২ ই জানুয়ারি অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে গোটা রাজ্যেই। সেই সঙ্গে তেলিয়ামুড়া বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক (+২ স্তর) বিদ্যালয়েও বৃহস্পতিবার বেশ শ্রদ্ধার সঙ্গে পালিত হয় রাষ্ট্রীয় যুব দিবস অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উৎসব। এদিন সকাল বেলা বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক (+২ স্তর) বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

মর্মমূর্তির বেশ শ্রদ্ধার সহিত পূজা পাঠ করা হয় এবং পরবর্তীতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি তেলিয়ামুড়া বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে বেরিয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন গোটা দিনব্যাপী স্বামী বিবেকানন্দের জীবনী সংক্রান্ত 

বিভিন্ন শিক্ষামূলক আলোচনা চক্র ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক (+২ স্তর) বিদ্যালয়ে। এদিন রাষ্ট্রীয় যুব দিবস অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উৎসব উদযাপনকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu